জানাজার নামাজের নিয়ম / জানাজার নামাজের নিয়ত / জানাজার বাংলা নিয়ত
اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
সুপ্রিয় দ্বীনি ভাই বন্ধুগণ!
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ্
আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি।যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।প্রতিদিন প্রতিমূহুর্তে এ বিষয়টি আমাদের লাগবেই।আর সেই বিষয়টি হলো (সালাতুল জানাজা)। আজকে আমরা জানবো জানাজার নামাজ কিভাবে পড়তে হয়?জানাজা নামাজের নিয়ত, জানাজা নামাজের দোয়া।
জানাজার নামাজের নিয়ম |
🟢ভূমিকা : মহান আল্লাহ বলেন
كُلُّ نَفسٍ ذَاۤٸِقَۃُ المَوتِ
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট একটা সময়ের পর আমাদের আবার চলে যেতে হবে। এটাই নিয়ম।দুনিয়াতে আশার একটা সিরিয়াল থাকে কিন্তু চলে যাওয়ার ক্ষেত্রে কোন সিরিয়াল থাকে না। বাবার আগে ছেলে, মায়ের আগে মেয়ে অনেক সময় এভাবে আমরা চলে যায় পৃথিবী ছেড়ে।
মৃত্যুর পর মুসলমানদের গোসল দিয়ে সর্বশেষ বিদায় দিতে জানাজার নামাজ আদায় করা হয়।
🟢জানাজার নামাজের নিয়ত:
نويت ان اؤدي لله تعالي اربع تكبيرات صلوۃ الجنازۃ فرض الكفايۃ والثناء لله تعالي والصلاۃ علي النبي والدعاء لهذا الميت اقتديت بهذاالامام متوجها اليجهۃ الكعبۃ الشريفۃ الله اكبر
নিয়তের বাংলা উচ্চারণ:
নাওয়াইতুয়ান উছল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া তাকবীরাতি ছালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতি আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াস্সালাতু আলান্নাবিয়্যে ওদ্দোয়াউ লিহাযাল মাইয়্যিতি একতেদায়তু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।
🟢জানাজা নামাজের বাংলা নিয়ত :আমি এ ইমামের পিছনে চার তাকবিরের সাথে এ মইয়্যাতের জানাজা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার
🟢জানাজা নামাজ পড়ার নিয়ম:
১. প্রথমত মৃত ব্যক্তিকে ক্বিবলার সম্মুখে রেখে ইমাম ও মুসল্লীগণ দাঁড়াবেন।
২. মুসল্লীগণ নামাজের অজুর ন্যায় অজু করে ইমামের পিছনে ক্বিবলামুখী হয়ে দাঁড়াবে।
৩. মৃত ব্যক্তি পুরুষ হলে ইমাম তার মাথার পাশে দাঁড়াবে। আর মহিলা হলে কফিনের মাঝ বরাবর দাঁড়াবে। মৃত ব্যক্তির মাঝ বরাবর দাঁড়ানোতে কোনো অসুবিধা নেই।
৪. চার তাকবিরের সহিত জানাজা নামাজ আদায় করার নিয়ত করবেন।
৫. কাঁধ বা কানের লতি পর্যন্ত দু’হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা।
৬. অন্যান্য নামাজের ন্যায় ডান হাত বাম হাতের উপর রাখা।
৭. ছানা পড়া (কেউ কেউ সুরা ফাতিহা পড়ে অন্যান্য সুরা মিলানোর কথা উল্লেখ করেছেন।)
سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ ٬ وَتَبَارَكَ اسْمُكَ٬ وَتَعَا لَى جَدُّكَ٬ وَجَلَّ ثَنَاءُكَ٬ وَلاَ اِلَهَ غَيْرُكَ٬
বাংলা উচ্চারণ:
"সুবহানাকা আল্লাহুম্মা ওয়া-বিহামদিকা, ওয়া-তাবারা কাসমুকা ওয়া-তায়ালা জাদ্দুকা, (ওয়া-জাল্লা-ছানাউকা)শব্দ অতিরিক্ত ওয়া লা ইলাহা গাইরুকা।"
★অর্থ:হে আল্লাহ! সকল পবিত্রতা তোমার।হে আল্লাহ তোমার প্রশংসা,তোমার বরকতময় নাম।তোমার মর্যাদা তোমার জালালের প্রশংসা।তুমি ব্যতীত অন্য কোন মাবুদ নেই।
৮. অতঃপর দ্বিতীয় তাকবির বলবে এবংঅন্য নামাজের ন্যায় দরূদে ইবরাহিম পড়বেন।
দরুদ শরীফ:
للَّهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلَى اَۤلِ مُحَمَّدٍ٬ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ٬ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى اَلِ مُحَمَّدٍ٬ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ٬
উচ্চারণ:
"আল্লাহুম্মা সল্লিআলা মুহাম্মাদিও ওয়া-আলা-আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা আলা-ইব্রাহিমা ওয়া-আলা-আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া-আলা আলি-মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া-আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম্মাজীদ।"
৯. তৃতীয় তাকবির দিয়ে ইখলাসের সঙ্গে হাদিসে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করা।
🟢জানাজা নামাজের দোয়া:
اَللّٰهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ
উচ্চারণ:
"আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মা৷ আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম।ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরাহমাতিকা ইয়া আর হামার রাহীমীন।"
🟢তবে না-বালক ছেলের ক্ষেত্রে জানাজার নামাজে এ দোয়া পড়তে হবে,
اَللَّهُمَّ اجعَلهُ لَنَا فَرطًا وَّاجعَلهُ لَنَا اَجرًا وَّذُخرًاوَّاجعَلهُ لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا
উচ্চারণ:
"আল্লাহহুম্মাজ আল হুলান ফারতাও ওয়াজা-আল হুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজা আলহুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজা আলহুনা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।"
🟢না-বালিকা মেয়ে হলে এ দোয়া পড়তে হবে,
اللهم اجعلها لنا فرطا واجعلها لنا اجرا وذخراواجعلها لنا شافعۃ ومشفعۃ
উচ্চারণ:
"আল্লাহুমা আজহালহা লানা ফারতাও ওয়াজা আলহা লানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজা আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।"
১০. চতুর্থ তাকবির দিয়ে যথাক্রমে ডানে ও বামে সালাম ফিরানোর মাধ্যমে জানাযার নামাজ শেষ করা।
🟢সর্বশেষ কথা:
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে সালাতুল জানাজা(তাঁর মৃত ভাইয়ের জন্য) যথাযথভাবে হক আদায় করার তাওফিক দান করুন।