Type Here to Get Search Results !

ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে / ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা

ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে / ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা


আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে অথবা ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা নিয়ে।আপনি আজকের আমাদের আর্টিকেলটি থেকে জানতে পারবেন কে কতবার বিশ্বকাপ নিয়েছে এবং কে কত বার রানার আপ নিয়েছে। 

ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে
ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে


কে কত বার বিশ্বকাপ নিয়েছে এটায় জানা আমাদের জন্য জরুরি। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় ফুববল সম্পর্কে অনেক প্রশ্ন আসে।তখন আমরা না জানা থাকার কারণে উত্তর দিতে পারি না। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ফুটবল খেলা সম্পর্কে কিছু প্রশ্ন শিখতে পারব।


 কিছু চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে বা বলার জন্য বলে।যেমন ২০২২ সালে কোন দল বিশ্বকাপ জিতেছে??  প্রথম বিশ্বকাপ ফিফা কোন দেশ জয়ী করেছিল।ইতালি।এই ধরনের নানা রকমের প্রশ্ন করা হয়।


নিচে কত বার বিশ্বকাপ জিতেছে তার বিস্তার দেওয়া হল।


সাল - ১৯৩০ জয় দেশ - উরুগুয়ে। রানার আপ - আর্জেন্টিনা। 

সাল - ১৯৩৪ জয় দেশ - ইতালি।রানার আপ - চেকোস্লোভাকিয়া।

সাল - ১৯৩৮ জয় দেশ- ইতালি।রানার আপ - হাঙ্গেরি। 

সাল- ১৯৪২ - ফুটবল বিশ্বকাপ হয়নি।

সাল- ১৯৪৬ - ফুটবল বিশ্বকাপ হয়নি।

সাল- ১৯৫০- জয় দেশ -উরুগুয়ে।রানার আপ-ব্রাজিল।


ফুটবল বিশ্বকাপ কে কতবার নিছে


সাল-১৯৫৪- জয় দেশ -জার্মানি। রানার আপ- হাঙ্গেরি। 

সাল-১৯৫৮- জয় দেশ - ব্রাজিল। রানার আপ- সুইডেন। 

সাল- ১৯৬২- জয় দেশ - ব্রাজিল। রানার আপ - চেকোস্লোভাকিয়া।

সাল - ১৯৬৬- জয় দেশ - ইংল্যান্ড।রানার আপ- পশ্চিম জার্মানি। 

সাল-১৯৭০- জয় দেশ -ব্রাজিল।রানার আপ - ইতালি। 


বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা


সাল- ১৯৭৪-জয় দেশ- পশ্চিম জার্মানি। রানার আপ - নেদারল্যান্ডস 

সাল- ১৯৭৮-জয় দেশ- আর্জেন্টিনা। রানার আপ -নেদারল্যান্ডস।

সাল-১৯৮২-জয় দেশ- ইতালি। রানার আপ- পশ্চিম জার্মানি।

সাল-১৯৮৬-জয় দেশ- আর্জেন্টিনা।রানার আপ- পশ্চিম জার্মানি।

সাল-১৯৯০-জয় দেশ- পশ্চিম জার্মানি।রানার আপ- আর্জেন্টিনা।


বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট


সাল-১৯৯৪-জয় দেশ-ব্রাজিল।রানার আপ - ইতালি। 

সাল-১৯৯৮-জয় দেশ- ফ্রান্স। রানার আপ- ব্রাজিল। 

সাল-২০০২-জয় দেশ- ব্রাজিল। রানার আপ জার্মানি। 

সাল-২০০৬-জয় দেশ-ইতালি।রানার আপ- ফ্রান্স। 

সাল-২০১০-জয় দেশ-স্পেন।রানার আপ- নেদারল্যান্ডস। 


ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি কে কতবার নিয়েছে


সাল২০১৪- জয় দেশ - জার্মানি। রানার আপ আর্জেন্টিনা। 

সাল-২০১৮-জয় দেশ- ফ্রান্স। রানার আপ ক্রোয়েশিয়া।

সাল২০২২-জয় দেশ- আর্জেন্টিনা। রানার আপ - ফ্রান্স। 


এই ছিল আজকের আর্টিকেল ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে আশাকরি,আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে।কারণ এখান থেকে নারা রকমের প্রশ্ন আসে পরীক্ষায়। 


নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো। 


১) ২০২২ বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কি?

উত্তর - আল রিহলা।

২) ফুটবল বিশ্বকাপ এর মূল্য কত?

উত্তম - সোনার তৈরি এই ট্রফির মূল্য ভারতীয় মুদ্রায় ১৬৫ কোটি ২৬ লক্ষ টাকা।যতগুলো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে এবারের বিশ্বকাপটি সবচেয়ে বেশি দামি।

৩) 2022 বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?

উত্তর - কিলিয়ান এমবাপ্পে।

৪) FIFA World Cup 2022 কত তম আসর?

উত্তর - ২২ তম আসর।

৫) কাতার বিশ্বকাপের ফুটবলের নাম কি

উত্তর - লা- ইব।যার নাম আরবি।এটির বাংলা অর্থ হল অত্যন্ত দক্ষ খেলোয়াড়। 

৬) ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? 

উত্তর - কাতার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies