সাধারণ জ্ঞান ২০২৩ / সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর
সাধারণ জ্ঞান ২০২৩ |
আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে।আজকের সাধারণ জ্ঞান প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণের।আশা করি আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন গুলোর উত্তর আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে।
১) বাংলাদেশের আয়তন কত
উত্তর - বাংলাদেশের মোট আয়তন ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার।
২) বাংলাদেশের বিভাগ কয়টি
উত্তর - বাংলাদেশ বর্তমানে ৮টি বিভাগ রয়েছে।
৩) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন
উত্তর- তাজউদ্দীন আহমদ
৪) বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি
উত্তর- রাঙ্গামাটি
৫) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি
উত্তর- সাহাবুদ্দিন
৬) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে
উত্তর- আব্দুর রউফ তালুকদার
৭) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন
উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮) পৃথিবীতে কয়টি দেশ আছে
উত্তর- ১৯৫টি
৯) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার
উত্তর- ৩,৮৪,০০০ কিমি
১০) চাঁদ এর সমার্থক শব্দ
উত্তর- চন্দ্র, চন্দ্রমা,
ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ ইত্যাদি আরো অনেক নাম রয়েছে।
১১) সূর্য থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার
উত্তর- ৩৮০,০০০ কিলোমিটার প্রায়
১২) চাঁদ পৃথিবী থেকে কত গুন বড়
উত্তর-পৃথিবী চাঁদের ৫০গুন বড়ো!
১৩) চাঁদের আয়তন কত
উত্তর- চাঁদের আয়াতন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ।আয়াতন প্রায় ২,১৯৫৮×১০১০
ঘন কিমি।
১৪) চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে
উত্তর- প্রায় ১.২৬ সেকেন্ড সময় লাগে।
১৫) চাঁদে প্রথম পা রাখেন কে
উত্তর- নীল আর্মস্ট্রং
১৬) চাঁদ কোন দিকে উঠে
উত্তর- পূর্ব দিকে উঠে।
১৭) চাঁদ পৃথিবী থেকে কত দূরে
উত্তরে- ৩৮৪,৪০০ কিমি
২৮) চাঁদে প্রথম কে গিয়েছিল
উত্তর- নীল আর্মস্ট্রং
২৯) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত
উত্তর- 384,400 কিলোমিটার।
২০) পৃথিবীর বয়স কত
উত্তর- 4.543 billion years
২১) পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি
উত্তর- রাশিয়া।
২২) পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি
উত্তর- ভ্যাটিকান।
২৩) পৃথিবীতে কয়টি মহাদেশ আছে
উত্তর- ৭টি মহাদেশ আছে।
২৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি
উত্তর- নীলনদ।
২৫) পৃথিবীর প্রথম মানুষ কে
উত্তর- আদম।
২৬) পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি
উত্তর- শুক্র
২৭) পৃথিবীতে মুসলিম দেশ কয়টি
উত্তর- ৫৬টি মুসলিম দেশ আছে।
২৮) পৃথিবীর জনসংখ্যা কত
উত্তর - 7.888 billion (2021)
২৯) শেখ হাসিনার বয়স কত
উত্তর - 75 years
৩০) মেসির বয়স কত
উত্তর - 36 years
৩১) নেইমারের বয়স কত
উত্তর - 31 years
৩২) পৃথিবীর সেরা ফুটবলার কে
উত্তর - লিওনেল মেসি
৩৩) পৃথিবীর শ্রেষ্ঠ বই কোনটি
উত্তর - আল-কুরআন
৩৪) বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি
উত্তর - কাজাখস্তান
৩৫) সবচেয়ে বড় মহাদেশের নাম কি
উত্তর এশিয়া মহাদেশ
৩৬) বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি
উত্তর - খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার একটি উপজেলা।
৩৭) সবচেয়ে বড় দিন
উত্তর - ২১শে জুন
৩৮) বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি
উত্তর - মেঘনা।
৩৯) বাংলাদেশের সবচেয়ে বড় থানা কোনটি
উত্তর - শ্যামনগর,সাতক্ষীরা।
৪০) বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন কোনটি
উত্তর - রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন।
আমাদের শেষ কথা। আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি অনেকগুলো সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানতে পেরেছেন।এরকম সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর প্রতিনিয়ত পেতে চোখ রাখুন shorttechbangla.com ওয়েবসাইটে।