ছাড়পত্রের জন্য আবেদন / ছাড়পত্রের জন্য আবেদন কলেজ
ছাড়পত্রের জন্য আবেদন |
আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে ছাড়পত্রের জন্য আবেদন নিয়ে।এই আবেদনগুলো শুধুমাত্র আসপ বাংলা দ্বিতীয় পত্রের জন্য।নিচে সুন্দর করে আবেদন পত্রটি লিখা হল,তা আপনি দেখে নিতে পারেন।
ছাড়পত্রের জন্য আবেদন দরখাস্ত
বরাবর
প্রধান শিক্ষক
চট্টগ্রাম স্কুল এন্ড কলেজ
বিষয়- ছাড়পত্রের জন্য আবেদন
জ্বনাব
সবে নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা। এ মাসের শেষের দিকে তিনি অন্য জায়গাতে বদলি হয়ে যাবেন। এমন তো অবস্থায় আমার পরিবার ও আমার বাবার সাথে অন্য জায়গাতে চলে যাবে। তাই আমাকেও আমার পরিবারের সাথে চলে যেতে হবে। আমার আব্বু চট্টগ্রাম থেকে ঢাকা বদলি হচ্ছে। আমার আব্বু আমাকে ঢাকা ভালো একটি বিদ্যালয়ে ভর্তি করাবে। এখন আমার নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ছাড়পত্রের প্রয়োজন।
অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা আমাকে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র প্রদান করলে আমি আপনার নিকট ছিড়ে কৃতজ্ঞ হব।
বিনীত নিবেদন
আপনার আদর্শবান একজন ছাত্র
মো: আবির
শাখা- ক
রোল নং - ০১
বিজ্ঞান বিভাগ
শ্রেণী নবন
ছাড়পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
এই ছাড়পত্রের জন্য আবেদন পত্রটি আপনি অনুসরণ করে স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রে লিখতে পারবেন। কোন ধরনের সমস্যা হবে না।