ছুটির জন্য আবেদন পত্র / অগ্রিম ছুটির জন্য আবেদন
ছুটির জন্য আবেদন পত্র |
আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে ছুটির জন্য আবেদন পত্র নিয়ে।এই ধরনের আবেদন পত্র গুলো শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসে। অনেক ছুটির জন্য আবেদন পত্র লিখতে পারে না।তাহলে আজকের আর্টিকেলটি তাদের জন্য।
স্কুল ছুটির জন্য আবেদন পত্র
তারিখ ---------------
বরাবর
অধ্যক্ষ
চট্টগ্রাম স্কুল এন্ড কলেজ
বিষয়- ছুটির জন্য আবেদন পত্র
জ্বনাব
সবিনয় নিবেদন এই যে আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির একজন আদর্শবান নিয়মিত ছাত্র। ৫রা আমার বড় বোনের বিবাহের অনুষ্ঠান ধার্য করা হয়েছে। আমার পরিবারের আমি একমাত্র বড় ছেলে। পরিবারের আর কোন ভাই না থাকার কারণে আমার বড় বোনের বিবাহের অনুষ্ঠানের সকল দায়িত্ব আমার উপরে পড়েছে। আর এসব দায়িত্ব পাল করতে গিয়ে আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিন যাবত উপস্থিত হতে পারবো না।
অতএব বিনীত প্রার্থনা উক্ত আলোচনাটি মানবিকভাবে বিবেচনা করে আমাকে এক সপ্তাহ দানে ছুটি দিয়ে বাধিত করবেন। ছুটি শেষ হয়েগেলে আমি আবার আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবো।
বিনীত নিবেদক
আপনার একজন প্রশংসনীয় ছাত্র
মো: হাসান
বিজ্ঞান বিভাগ
শ্রেণী একাদশ
ছুটির জন্য আবেদন পত্র মাদ্রাসায়
এই আর্টিকেলটি লক্ষ্য করে আপনি স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রে লিখতে পারবেন।