ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা / ডিগ্রিতে কোন সাবজেক্ট ভালো
আজকের আর্টিকেলটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ডিগ্রী প্রথম বর্ষে অধ্যায়নরত আছেন।আমরা অনেকে খুবই কনফিউজ হয়ে পড়ি যে ডিগ্রি প্রথম বর্ষ ফোন কোন বইগুলো থাকবে আর কোন কোন বই গুলো থাকবে না। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন ডিগ্রি প্রথম বর্ষের বইয়ের তালিকার সম্পর্কে।
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা |
আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা নিয়ে।আমরা হয়তো অনেকেই জানি না ডিগ্রি প্রথম বর্ষের বইয়ের নামগুলো কি কি।এখন কোন কোন বইগুলো প্রথম বর্ষে থাকবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ডিগ্রি প্রথম বর্ষের বই নিয়ে।
নিচের ডিগ্রী প্রথম বর্ষের বইয়ের তালিকা দেওয়া হল। ( BA,BSS,BBS & BSC)
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা
( BA & BSS) এই সেকশনে থাকছে কিছু বই।সেই বইগুলোর নাম নিচে দেওয়া হল তা আপনারা ভালো করে দেখে নিন।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
প্রথম পত্র : ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
( ৫৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত)
দ্বিতীয় পত্র : ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
( ৫৭০- ১২৫৮ খ্রিস্টাব্দ)
ইসলাম শিক্ষা
প্রথম পত্র - কোরআন শিক্ষা
দ্বিতীয় পত্র - আল- কালাম
ইতিহাস
প্রথম পত্র - বাংলার ইতিহাস ( প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
দ্বিতীয় পত্র - দক্ষিণ এশিয়ার ইতিহাস ( ১৫২৬ - ১৭৬৫)
দর্শন
প্রথম পত্র - দর্শনের সমস্যা
দ্বিতীয় পত্র - নীতিশাস্ত্র
আরবি
প্রথম পত্র - আরবি গদ্য
দ্বিতীয় পত্র - আরবি সাহিত্যের ইতিহাস -১(৫০০-১২৫৮ AD)
ভূগোল ও পরিবেশ
প্রথম পত্র - প্রাকৃতিক পরিবেশ ও ভূগোল
দ্বিতীয় পত্র - অর্থনৈতিক ভূগোল
মনোবিজ্ঞান
প্রথম পত্র - সাধারণ মনোবিজ্ঞান
দ্বিতীয় পত্র - পরীক্ষণ মনোবিজ্ঞান
গার্হস্থ্য অর্থনীতি
প্রথম পত্র - গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন
দ্বিতীয় পত্র - শিশুর বর্ধন ও পারিবারিক সম্পর্ক
সংস্কৃত
প্রথম পত্র - সংস্কৃত সাহিত্যের ইতিহাস
দ্বিতীয় পত্র - সংস্কৃত নাটক
রাষ্ট্রবিজ্ঞান
প্রথম পত্র - রাজনৈতিক তত্ত্ব
দ্বিতীয় পত্র - যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন এখন রাজনৈতিক ব্যবস্থা
সমাজবিজ্ঞান
প্রথম পত্র - পরিচায়ক সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র - সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান
সমাজকল্যাণ
প্রথম পত্র - সমাজকর্মের ইতিহাস ও দর্শন
দ্বিতীয় পত্র - বাংলাদেশের চাহিদা ও সামাজিক সমস্যা
অর্থনীতি
প্রথম পত্র - ব্যষ্টিক অর্থনীতি
দ্বিতীয় পত্র - বাংলাদেশের অর্থনীতি
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা
( BBS)এই সেকশনে থাকছে কিছু বই।সেই বইগুলোর নাম নিচে দেওয়া হল তা আপনারা ভালো করে দেখে নিন।
হিসাববিজ্ঞান
প্রথম পত্র - principles of accounting
দ্বিতীয় পত্র - auditing
ব্যবস্থাপনা
প্রথম পত্র - introduction of business
দ্বিতীয় পত্র - fumdamentals of management
মার্কেটিং
প্রথম পত্র - principles of marketing
দ্বিতীয় পত্র - Export Import management
ফিন্যান্স ও ব্যাংকিং
প্রথম পত্র - principles of finance
দ্বিতীয় পত্র - law and practices of banking and insurance
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা
( BSC) এই সেকশনে থাকছে কিছু বই।সেই বইগুলোর নাম নিচে দেওয়া হল তা আপনারা ভালো করে দেখে নিন।
উদ্ভিদবিজ্ঞান
প্রথম পত্র - Microbiology, Physiology, Mycology
দ্বিতীয় পত্র - Higher Cryptogams, Gymnosperms, Plant Pathology
রসায়ন
প্রথম পত্র - physical chemistry
দ্বিতীয় পত্র - organic chemistry
পদার্থবিজ্ঞান
প্রথম পত্র - Mathematical Methods, Waves and Optics
দ্বিতীয় পত্র - Mechanics, Properties of Matter and Relativity
প্রাণিবিজ্ঞান
প্রথম পত্র - Nonchordate
দ্বিতীয় পত্র - Chordata
পরিসংখ্যান
প্রথম পত্র - Descriptive Statistics
দ্বিতীয় পত্র - Probability and Probability Distributions
গণিত
প্রথম পত্র - Fundamentals of Mathematics
দ্বিতীয় পত্র - Coordinate Geometry and Vector Analysis
কম্পিউটার বিজ্ঞান
প্রথম পত্র - Computer Fundamental and Programming Language
দ্বিতীয় পত্র - Data Structure and Algorithms
Geography and Environment
প্রথম পত্র - Physical Geography & Environment
দ্বিতীয় পত্র - Economic Geography
Biochemistry and Molecular Biology
প্রথম পত্র - Physical and Organic Chemistry
দ্বিতীয় পত্র - Biomolecules
Psychology
প্রথম পত্র - General Psychology
দ্বিতীয় পত্র - Experimental Psychology
soil science
প্রথম পত্র - Pedology and Soil Physics
দ্বিতীয় পত্র - Soil Microbiology and Plant Biochemistry
উপরে দেওয়া সবগুলো বিষয় হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের বইয়ের তালিকা।
ডিগ্রিতে কোন সাবজেক্ট ভালো
আমরা অনেকেই জানিনা পিসিতে কোন কোন সাবজেক্ট গুলো পড়লে বেশি ভাল হবে। আজকের ছোট্ট একটি আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন ডিগ্রিতে কোন সাবজেক্ট ভালো।
ডিগ্রিতে কোন সাবজেক্ট ভালো এটা জানার মাধ্যম রয়েছে। আপনি চাইলে গুগোল ইউটিউব থেকে কাজ করে জেনে নিতে পারেন।
এছাড়াও ডিগ্রিতে কোন সাবজেক্ট ভালো সেগুলো জানতে আপনার বড় ভাই বড় বোন অথবা এলাকার বড় ভাই এবং পার্শ্ববর্তী শিক্ষক যারা রয়েছেন তাদের থেকে জেনে নিতে পারেন।
ভালো মানের সাবজেক্ট গুলো কোনটি আপনি নিজেও তো জানেন তাই না ভাই।
আপনি যদি ডিগ্রিতে ভালো মানের সাবজেক্ট খোঁজেন তাহলে ভালো মানের পরিশ্রম করতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনি রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, অর্থনীতি এই তিনটি নিয়ে পড়াশোনা শুরু করেন।
এ তিনটি বিষয় থেকে অর্থনীতি অনেক বেশি ভালো মানের একটি সাবজেক্ট কিন্তু কঠিন।হাজারো কঠিন জিনিস পরিশ্রমের কাছে হার মানে।আরো বাকি দুটি সাবজেক্ট। এ দুটি সাবজেক্ট অনেক সহজ।
আপনি যখন ডিগ্রি শেষ করে ফেলবেন তখন যদি অর্থনীতিতে মাস্টার্স করেন তাহলে আপনি অনেক বেশি মূল্য পাবেন। কারণ অর্থনীতি সাবজেক্ট এর অনেক বেশি চাহিদা রয়েছে।
আপনি যদি আরো সহজ সাবজেক্ট খোঁজেন তাহলে আপনি অর্থনীতির পরিবর্তে অন্য যে কোন সাবজেক্ট নিয়ে নিতে পারেন।
ডিগ্রী কত বছর পড়তে হয়?
দেখে কত বছর পড়তে হয় কথাটির উত্তর হবে তিন বছর। আর অনার্স করতে স্বাভাবিকভাবে সময় লাগবে চার বছর। তবে কিন্তু কোন অনিবার্যের কারণে পরীক্ষা হতে বিলম্ব হলে কিংবা সেশন জট থাকলে স্বাভাবিক সময়টার চাইতে আরো কিছু সময় বেশি লাগতে পারে।
ডিগ্রী এর পর প্রিলি মাস্টার্স এবং এর মাস্টার্স ফাইনাল সময় সব মিলে দুই বছরের চাইতেও সামান্য বেশি লাগে। অপরদিকে অনার্সের পর মাস্টার্স করতে সময় লাগে এক বছর।
আপনার যদি ইচ্ছা করে ডিগ্রী কিংবা অনার্স শেষ করার পর বিএড করে নিতে পারেন। এটি আপনার জন্য আরো বেশি ভালো হবে।এটি কোন একাডেমিক ডিগ্রী নয়।এটি একটি কোর্স।এই কোর্সটি আপনার জন্য আরো হেল্পফুল হবে।
ডিগ্রির বই কয়টি
মোট বই ৭টিডিগ্রিতে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
ডিগ্রিতে ভর্তি হতে হলে কমপক্ষে S S C থেকে GPA - 2.00 এবং H S C থেকে কমপক্ষে GPA - 2.00 লাগবে। সর্বনিম্ন এসব মান না থাকলে ডিগ্রিতে ভর্তি হওয়া যাবে না। এরপরও যদি আপনার জিপিএ কম থাকে তাহলে আপনি সরাসরি কলেজে গিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন।
ডিগ্রিতে ভর্তির জন্য কি কি লাগবে?
ডিগ্রিতে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগে তা নিচে দেওয়া। আপনারা ভালো করে দেখে নিন কি কি কাগজপত্র লাগবে ডিগ্রিতে ভর্তি হতে।
১) চূড়ান্ত ভর্তির পরম টি অনলাইন থেকে ভালো ভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে।সেটা আবার 2 - 3 কপি করে ফটোকফি লাগতে পারে।
২) S S C এবং H S C দুটি পরীক্ষার আসল মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি।
৩) S S C এবং H S C পাশের মূল প্রবেশপত্র , এডমিট কার্ড এবং দুই কপি করে ফটোকপি।
৪) S S C এবং H S C দুটি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দুই কপি করে ফটোকপি।
৫) যে ডিগ্রিতে ভর্তি হবে তার পাসপোর্ট সাইজের ছবি ৫-১০কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি
৬) পিতা এবং অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ২-৫ কপি।
৭ জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি।
৮) পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র / ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
৯) পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র।
১০) কোটার সনদপত্র যারা মুক্তিযুদ্ধ, পোষ্য কোটায় আবেদন করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
আমাদের শেষ কথা
আজকে আর্টিকেল এর মাধ্যমে ডিগ্রি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আজকের আর্টিকেলটি খুবই উপকারে আসবে। উপরে দেওয়া তথ্যগুলো থেকে যদি কোন ভুল কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।যেটা ভুল হবে সেটা কমেন্ট করে জানাবেন। আমরা শুদ্ধ করে দিতে চেষ্টা করব। আর আর্টিকেলটি যদি আপনার বিন্দু পরিমানে উপকার আসে তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না।