কষ্টের পোস্ট- ফেইসবুক পোস্ট
স্বাগতম! ফেইসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা দুনিয়ার বিভিন্ন অংশে মানুষদের সংযোগ স্থাপন করে। এখানে আপনি আপনার বন্ধুদের সাথে মন্তব্য, ছবি, ভিডিও এবং স্থানীয় বা বিদেশী বিষয়গুলি শেয়ার করতে পারেন। আরও অনেক কিছু সম্পর্কে ফেইসবুক জানতে চাইলে আমাদের সাথে থাকুন।
কষ্টের পোস্ট |
এ পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত আপনি কষ্ট পাচ্ছেন ঠিক ততক্ষন পর্যন্ত আপনি অন্যের কষ্ট উপলব্ধি করতে পারবেন না।
এ পৃথিবীতে তোমাকে কষ্ট দেয়ার মানুষ অভাব নেই। তুমি কষ্ট পেতে পেতে একসময় পাথরে পরিণত হয়ে যাবে। তখন আর তোমার কাছে কষ্ট গুলো সুখ মনে হবে।
এ পৃথিবীতে তারা সবচেয়ে বেশি সুখী যারা সব সময় নিজেকে সময়ের সাথে মানিয়ে নিতে পারে। সব সময় সব কিছু মানতে পারে।
দুনিয়াটা কেবলমাত্র তাদের জন্যে বেশি সুন্দর। যারা মানুষের আবেগ ভালোবাসা নিয়ে খেলা করে।
সুখেতো আমি কম ছিলাম না। কিন্তু আরও একটু বেশি সুখের আশায় তোমার সাথে সম্পর্ক করেছিলাম। তুমি যে আমাকে এতটা সুখ দেবে তা আমি একটা মুহূর্তের জন্যও কখনো কল্পনা করিনি।
সেড পোস্ট
আজ আমি অনেক দুঃখ কষ্টে আছি। কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারে না। সবাই মনে করে আমি অনেক বেশি সুখী। সত্যি কথা বলতে গেলে আসলে আমি সুখী নয়।
আজ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি। সুখ নামের সোনার হরিণ টা অনেক আগে হারিয়ে ফেলেছি।
জীবনটা কেবলমাত্র দুঃখ-কষ্টে ভরপুর। জানিনা জীবন থেকে দুঃখ-কষ্ট কখন দূর হবে।
পৃথিবীটা বড় স্বার্থপর। যাকে নিজের জীবনের চেয়েও বেশি আপন মনে করলাম সে বুঝি পর করে দিল।
সুখ আমার কপালে নেই। কারণ সুখের ঠিকানা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি।
ঠিক আমি নিজেও জানিনা। মানুষ মানুষকে কেন দুঃখ কষ্ট দেয়। মানুষ মানুষকে দুঃখ কষ্ট দিয়ে কি পাই।
আমার আকাশটা সব সময় কালো মেঘে ঢেকে থাকে। যার জন্য আমি কখনো আকাশের আসল রূপটা দেখতে পাইনা।
জীবনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে। একটু আলোর দেখা পাই না।
এই জীবনটা তো সুখ পাওয়ার জন্য অনেক মানুষের জন্য কত কি করলাম। কিন্তু কেউ আমাকে মনে রাখলো না।
এই জীবনটাতে সুখ পাওয়ার জন্য অনেক মানুষকে সঙ্গ দিয়েছিলাম। কিন্তু আমার দুঃখ কষ্ট কেউ আমাকে সঙ্গ দিলো না।
কঠিন বাস্তবতা আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ আসলেই মুখ থেকে যতটা ভালোবাসি বলে অন্তর থেকে ঠিক কতটা ভালোবাসে না।
জীবনে অনেক মানুষের দুঃখ-কষ্ট এগিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার দুঃখ কষ্ট কেউ এগিয়ে এল না। মানুষ আসলেই বড্ড বড়ই স্বার্থপর।
জীবনে সুখ পেতে হলে, অন্যের উপর ভরসা করা যাবে না। অন্যের উপর থেকে কোন কিছু আশা করা যাবে না।
দুনিয়াটা যতটা রঙ্গিন মনে হয়,আসলেই দুনিয়ার মানুষগুলোর মন ততটা রঙিন নয়। এদের বেশির ভাগ মন গুলো অনেক কালো।
যখন আমার পরিপূর্ণ জ্ঞান হয়নি তখন মনে করতাম পৃথিবীটা আসলে অনেক সহজ। আজ পরিপূর্ণ জ্ঞান থেকে বলতেছি পৃথিবীতে আসলেই কঠিন।
নিজের জীবনটা কতটা ক্ষুদ্র বানিয়ে রেখো না। যেখানে দুই,তিন টাকার মানুষ এসে খেলে চলে যাবে।
জীবন একটাই। ব্যর্থতা স্বীকার হয়ে হতাশ হয়ে বসে থাকা যাবেনা। ব্যর্থতা থেকে তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। কেননা দিন শেষে মানুষ তোমার সফলতায় কে প্রাধান্য দেবে।