একজন গর্ভবতী মহিলার কখন কোন সময়ে কতবার চেকআপ করা জরুরি।
একজন গর্ভবতী নারীর কত বার চেকআপ করা জরুরি? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব।অন্তঃসত্ত্বতা হওয়ার পরে প্রতিটা নারীর উচিত ডাক্তারের পরামর্শে থাকা।
একজন গর্ভবতী নারীর কত বার চেকআপ করা জরুরি? |
গর্ভবতী মায়ের চেকআপ কয়টি
একটা মা যখন গর্ভবতী হয় তখন তার দিকে পরিবারের সবাই খেয়াল রাখতে হয়।যাতে তার কোনো সমস্যা না হয়।সন্তান বিহীন নারীর জীবন অন্ধকার। তাই নারী সন্তান নিতে এতটায় আগ্রহী। তাই এখন জেনে নিন একজন গর্ভবতী নারীর কত বার চেকআপ করা উচিত।
গর্ভাবস্থায় কতবার ডাক্তার দেখানো উচিত
গর্ভবতী নারীকে চেকআপ করতে হবে ১৬ সপ্তাহের আগে একবার করতে হবে।তার পরে ২৮ সপ্তাহে একবার।২৮ সপ্তাহে ভিতরে যে কোনো সময়ে চেকআপ করতে ডাক্তারের কাছে আসতে হবে।তারপরে ৩২
সপ্তাহের মধ্যে একবার আসতে হবে।৩৬ সপ্তাহে একবার আসতে হবে।এর পরে আরো আসতে হবে।কমপক্ষে একজন গর্ভবতী নারীকে চার বার চেকআপ করার জন্য ডাক্তারের কাছে আসতে হবে।
অবশেষে আমাদের কথা হলো।
নারীর জীবন সুন্দর হয় মা হতে পারলে।নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। সন্তান বিহীন মা অনেক বেশি অসহায়।তাই
আমাদের সবার উচিত আমাদের পরিবারে যে নারী গর্ভবতী হলে তার দিকে সবার খেয়াল করা।তাকে নিয়ে সবসময় ডাক্তারের পরামর্শ নিবেন।এতে করে গর্ভবতী নারী জন্য অনেক উপকার হবে।