Type Here to Get Search Results !

অমিক্রনের (Omicron) লক্ষণ গুলো কি? আপনি কি অমিক্রন (Omicron) এ আক্রান্ত?

অমিক্রন, ওমিক্রন

  • অমিক্রন (Omicron) হয়েছে কি-না, কি করে বুঝবেন? 

করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন (Omicron) প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় গেল বছরের 24 নভেম্বর। প্রথম শনাক্ত হওয়ার মাত্র দুই মাসের মাথায় এটি বিশ্বের প্রায় 150 টি দেশে ছড়িয়ে পড়েছে।


  • অমিক্রনের (Omicron) উপসর্গ কী?

অমিক্রন (Omicron) যখন প্রথম দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে তখন দেশটির স্বাস্থ্য বিভাগ মূলত ৪টি উপসর্গের কথা জানিয়েছিল। করোনা ভাইরাসের সাধারণ উপসর্গের পাশাপাশি এখনো পর্যন্ত সেগুলোকেই অমিক্রনের (Omicron) মূল উপসর্গ হিসেবে বিবেচনা করছেন চিকিৎসকরা। উপসর্গগুলো হচ্ছে...

  1. রোগীর শরীরে প্রচন্ড ক্লান্তি।                                   
  2. কিছুটা মাথাব্যথা।                                                  
  3. পুরো শরীরে ব্যথা এবং হালকা গলা খুসখুস করা। 
  4. এছাড়াও অমিক্রনে আক্রান্ত হলে অনেকের কাছেই এটা নিছিক অসাধারণ ঠাণ্ডা লাগা বলে মনে হতে পারে।                                                     
  5. কারো কারো ফুসফুসের উপরের দিকেও ব্যথা হতে পারে। 


  • অমিক্রন কি বেশি ছড়ায়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেল্টার তুলনায় অমিক্রন (Omicron) বেশি ছড়ায় কিন্তু এর মাত্রা এখনো অজানা। সংস্থাটির মতে অমিক্রন ভেরিয়েন্টে বেশকিছু রূপান্তর বা মিউটেশন করেছে, যার অনেকগুলোই আবার হয়েছে ভেরিয়েন্টির স্পাইটফোটিনে। যেটির মাধ্যমে মূলত করোনাভাইরাস মানব শরীরে প্রবেশ করে।


  • আপনি কি অমিক্রনে (Omicron) আক্রান্ত?

চিকিৎসকদের মতে আপনি অমিক্রনে আক্রান্ত কিনা সেটা শুধু উপসর্গ দেখে নিশ্চিতভাবে বলা কঠিন। এটা শতভাব নিশ্চিত হতে প্রয়োজন জিনোম সিকুয়েন্স এর সাহায্য নেয়া যেটি বেশ ব্যায়বহূল এবং সহজলভ্য নয়। সাধারণভাবে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রধান ৩টি উপসর্গ হচ্ছে...

  1. তীব্র জ্বর
  2. স্বাদ বা গন্ধ চলে যাওয়া 
  3. এবং কাশি 

অমিক্রন (Omicron) আক্রান্তদের মধ্যেও এসব উপসর্গ থাকতে পারে। তবে যদি আপনি করোনা ভাইরাস প্রজেটিভ হয়ে থাকেন এবং প্রচলিত এসব উপসর্গ না থাকে বরং 

  1. হালকা মাথা ব্যথা। 
  2. শরীর ব্যথা। 
  3. ক্লান্তি লাগা। বা
  4. নিছক ঠান্ডা লাগার মত অসুখ থাকা।
তবে সর্তক হওয়া ভালো যে আপনি অমিক্রনে আক্রান্ত হলেও হতে পারেন। এক্ষেত্রে কোভিট-19 টেস্ট না করে থাকলে চিকিৎসকরা দ্রুত সেটি করার পরামর্শ দিচ্ছেন। কারণ আপনি অমিক্রনে আক্রান্ত হোন কিংবা ডেলটায় আক্রান্ত হোন সর্তকতা কিন্তু এক।

  • টপিক ট্যাগ
অমিক্রন
ওমিক্রন
ওমিক্রন নিউজ
অমিক্রন কি
ওমিক্রনে প্রথম
অমিক্রন ভাইরাস
ওমিক্রন কি
ওমিক্রন ভাইরাস এর লক্ষণ
অমিক্রন ভাইরাস এর লক্ষন
অমিক্রন ভাইরাস কি?
ওমিক্রন আসলে কি
ওমিক্রন ভাইরাস
অমিক্রন ভাইৰাছৰ লক্ষণ
ওমিক্রন কি বাংলা
অমিক্রন রোধে বিধিনিষেধ
অমিক্রন ভাইরাসের লক্ষন
অমিক্রন ভাইরাস এর উপসর্গ
রাস্তায় ছড়াচ্ছে ওমিক্রন
অমিক্রন ভাইৰাছৰত আক্ৰান্ত ব্যক্তিৰ লক্ষণ
ওমিক্রন ভাইরাসের লক্ষণ ও উপসর্গ

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies