- অমিক্রন (Omicron) হয়েছে কি-না, কি করে বুঝবেন?
করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন (Omicron) প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় গেল বছরের 24 নভেম্বর। প্রথম শনাক্ত হওয়ার মাত্র দুই মাসের মাথায় এটি বিশ্বের প্রায় 150 টি দেশে ছড়িয়ে পড়েছে।
- অমিক্রনের (Omicron) উপসর্গ কী?
অমিক্রন (Omicron) যখন প্রথম দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে তখন দেশটির স্বাস্থ্য বিভাগ মূলত ৪টি উপসর্গের কথা জানিয়েছিল। করোনা ভাইরাসের সাধারণ উপসর্গের পাশাপাশি এখনো পর্যন্ত সেগুলোকেই অমিক্রনের (Omicron) মূল উপসর্গ হিসেবে বিবেচনা করছেন চিকিৎসকরা। উপসর্গগুলো হচ্ছে...
- রোগীর শরীরে প্রচন্ড ক্লান্তি।
- কিছুটা মাথাব্যথা।
- পুরো শরীরে ব্যথা এবং হালকা গলা খুসখুস করা।
- এছাড়াও অমিক্রনে আক্রান্ত হলে অনেকের কাছেই এটা নিছিক অসাধারণ ঠাণ্ডা লাগা বলে মনে হতে পারে।
- কারো কারো ফুসফুসের উপরের দিকেও ব্যথা হতে পারে।
- অমিক্রন কি বেশি ছড়ায়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেল্টার তুলনায় অমিক্রন (Omicron) বেশি ছড়ায় কিন্তু এর মাত্রা এখনো অজানা। সংস্থাটির মতে অমিক্রন ভেরিয়েন্টে বেশকিছু রূপান্তর বা মিউটেশন করেছে, যার অনেকগুলোই আবার হয়েছে ভেরিয়েন্টির স্পাইটফোটিনে। যেটির মাধ্যমে মূলত করোনাভাইরাস মানব শরীরে প্রবেশ করে।
- আপনি কি অমিক্রনে (Omicron) আক্রান্ত?
চিকিৎসকদের মতে আপনি অমিক্রনে আক্রান্ত কিনা সেটা শুধু উপসর্গ দেখে নিশ্চিতভাবে বলা কঠিন। এটা শতভাব নিশ্চিত হতে প্রয়োজন জিনোম সিকুয়েন্স এর সাহায্য নেয়া যেটি বেশ ব্যায়বহূল এবং সহজলভ্য নয়। সাধারণভাবে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রধান ৩টি উপসর্গ হচ্ছে...
- তীব্র জ্বর
- স্বাদ বা গন্ধ চলে যাওয়া
- এবং কাশি
অমিক্রন (Omicron) আক্রান্তদের মধ্যেও এসব উপসর্গ থাকতে পারে। তবে যদি আপনি করোনা ভাইরাস প্রজেটিভ হয়ে থাকেন এবং প্রচলিত এসব উপসর্গ না থাকে বরং
- হালকা মাথা ব্যথা।
- শরীর ব্যথা।
- ক্লান্তি লাগা। বা
- নিছক ঠান্ডা লাগার মত অসুখ থাকা।
- টপিক ট্যাগ