Type Here to Get Search Results !

এন্ড্রয়েড ফোন ভালো রাখার উপায় (একটি সেটে কাটবে জীবন)


এন্ড্রয়েড ফোন ও সমস্যার সমাধান।

আজকের আলোচনার বিষয় : এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


বর্তমান সময়ে ছোট থেকে বড়, বয়স বৃদ্ধ সকলের হাতেই রয়েছে এন্ড্রয়েড ফোন। এটি প্রতিদিন কম বেশি সবাই নিয়মিতভাবে ব্যবহার করছি, কেউ ব্যবহার করছি সারা দিনে ২ ঘন্টা আবার কেউবা ব্যবহার করছি ১০ ঘন্টা। কিন্তু আপনি যত বেশি বা কম ব্যবহার করেন না কেন যদি না কিছু নিয়ম বা এর সঠিক ব্যবহার না জানেন তাহলে হাতে থাকা দামী সেটটিও হয়ে পড়বে অকৃতকার্য।


আপনি হয়ত অনেক বার বিষয়টি লক্ষ করেছেন, আমরা যখন মার্কেট থেকে কোন ফোন কিনে আনি তখন সেটি নতুন নতুন কয়েক মাস বেশ ভালোই কাজ দেয়। দুই ঘন্টা চার্জ করলে চার্জ ফুল হয়ে যায়। একবার চার্জ করে কম করে ৬-৮ ঘন্টা অনায়াসে ব্যবহার করা যায়। ফোনে কোন ধরণের ঝামেলা যেমন : গরম হয়ে যাওয়া, হ্যাং করা, স্লো কাজ করা এমন কোন প্রবলেমই দেখা দেয় না। 


কিন্ত কয়েক মাস পরেই শুরু হয় হ্যাং কারার, স্লো কাজ করার, গরম হয়ে যাওয়া, ৫ ঘন্টায় ব্যাটির ফুল হওয়া ২-৩ ঘন্টায় সম্পূর্ণ চার্জ শেষ হয়ে যাওয়ার মত অনেক ঝামেলা। কিন্তু আপনি কি জানেন, আমরা যখন নতুন ফোন কিনে নিয়ে আসি তখন কেন এমন কোন সমস্যা হয় না। কিন্তু ব্যবহার করার কয়েক মাসের মধ্যে এত সব প্রবলেমর পিছে মূল কারণেই বা কি? উত্তর মূল কারণ হচ্ছেন আপনি। কিভাবে জানতে সম্পূর্ণ পোস্ট পড়ে শেষ করুন ও বন্ধুদের মাঝে পোস্টি শিয়ার করুন।


আমাদের ফোনের এমন সব সমস্যার পিছে মূল দ্বায়ী হচ্ছি আমরা নিজেরা। আমাদের অসচেতন বা সঠিক ব্যবহার পদ্ধতি না জানায় এমন সব সমস্যার তৈরি হচ্ছে। আর আপনি যদি এন্ড্রয়েড ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে চান তাহলে পড়তে থাকুন।


• চার্জ

আমরা সারা দিনের ভিবিন্ন প্রয়োজনে বা বিনা প্রয়োজনে আমাদের ফোনটি ব্যবহার করি। কিন্তু আমরা কি সঠিক সময় বা সঠিক ভাবে আমাদের ফোনের চার্জ দিতে পারি? না। 

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন

মোবাইল চার্জ করার বা ব্যাটারির ভালো রাখতে, চেষ্টা করুন সব সময় ফোনে ৩০% চার্জ অবিশিষ্ট  থাকতে তা চার্জ করার। মোবাইলকে চার্জ কানেকশানে দিয়ে না ব্যবহার করার। ফোনকে চার্জ কারার পূর্ব প্রথমে আপনার চার্জারকে কারেন্টের সকেটে এড করুন তারপর ফোন চার্জ করুন। আমাদের মধ্য একটি ভুল ধারণা হল দিনের মধ্যে অনেকবার ফোন চার্জ করলে ব্যাটারির প্রবলেম হয়। যা একদম ভুল। এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন

আপনি যত খুঁশি বা যতবার খুঁশি ফোনে চার্জ করতে পারেন। তবে বারবার চার্জ না করে একবারেই ফুল চার্জ করে নিন। এতে যদিও ব্যাটারির তেমন কোন উপকার হবে না। কিন্তু আপনার ফোনের চার্জারগাট দ্রুত ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা পাবে। চেষ্টা করুন ফোনকে ৯৫-৯৯% চার্জ থাকতে চার্জিং বন্ধ করার। এতে ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়ার হাত থেকে রক্ষা করা যাবে। চাইলে কিছু অ্যাপ ও ব্যবহার করতে পারেন যে গুলো আপনার ফোনে ফুল চার্জ হলে আপনাকে এর্লাম দিয়ে জানিয়ে দিবে।এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


• অ্যাপ ডিলেট বা আনইন্সটল

আমরা ভিবিন্ন প্রয়োজনে অনেক ধরণের অ্যাপ ইন্সটল বা ডাউনলোড করে থাকি। যেটা আমাদের ফোনকে স্লো ও হ্যাং করার জন্য অন্যতম দ্বায়ী। চেষ্টা করুন যত সম্ভব কম অ্যাপ ডাউনলোড বা ইন্সটল করতে। একেবারে দরকারী বা একটিব অ্যাপ ছাড়া বাকী অ্যাপ গুলো আনইনস্টল করে নেওয়ার। মনে করেন এমন কোন অ্যাপ যেটি আপনি সাপ্তাহে ২-১ ব্যাবহার করছেন। মানি অতবেশি প্রয়োজন নেই চেষ্ট করুন এমন অ্যাপগুলো ফোনে দীর্ঘদিন না রাখার। 

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন

চেষ্টা করুন কম এমবি যুক্ত অ্যাপ গুলো ব্যবহার করার। অর্থাৎ মনে করুন আপনি অতবেশি ফেইসবুক ব্যবহার করেন না। বা ফেইসবুকে অতবেশি কাজ করেন না, তাহলে আপনি ৬০-৭০ এমবি ফেইসবুক অ্যাপটি ব্যবহার না করে ১-২ এমবি ফেইসবুক লাইট ব্যবহার করতে পারেন। এতে যদিও আপনি সকল সেবা পাবেন না। তবে আপনি যেহেতু ফেইসবুকের সাধারণ ইউজার তাহলে লাইটই আপনার জন্য বেষ্ট। সুধু ফেইসবুক না চেষ্টা করুন অন্যনা অ্যাপ ক্ষেত্রে ও এমন পদ্ধতি অনুসরণ করতে।এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


চেষ্ট করুন যত কম অ্যাপ ডাউনলোড বা ইন্সটল করা যায়। আমার চাইলে অনেক ধরণের অ্যাপ ফোনে ইন্সটল না করেও সরাসরি গুগল থেকে সেই অ্যাপের সকল কাজ করতে পারি। আপনি চাইলে ফেইসবুক অ্যাপ ব্যবহার না করেও সরাসরি গুগল থেকে ফেইসবুক ব্যবহার করতে পারেন। যেটা সাধারণত একজন কম্পিউটার ইউজার করে থাকেন। এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


চেষ্টা করুন ফোন থেকে সকল অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে নিতে। এতে ফোনের গতি বেড়ে যাবে এবং ফোন সহজে গরম বা হ্যাং করবে না। তবে ফোনের প্রয়োজনীয় অ্যাপগুলো ডিলেট না করায় ভালো। কি ভাবে বুঝবেন কোন অ্যাপ গুলো দরকারী? সেটি জানতে আপনি তো চিনেনেই কোন অ্যাপ গুলো আপনি ইন্সটল বা ডাউনলোড করছেন সেখান থেকে বিনা দরকারী অ্যাপ গুলো ডিলেট বা আনইন্সটল করে নিতে পারেন।

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


কিন্তু অনেক সময় দেখা যায় ফোনের সাথে এমন কিছু অপ্রয়োজনীয় অ্যাপ পূর্ব থেকে দেওয়া থাকে। তাই আপনি চাইলে সেই গুলোও ডিলেট করে দিতে পারেন কিন্তু কিভাবে? চিনব কোন অ্যাপটি অপ্রয়োজনীয়? সেটি জানতে আপনি যেই অ্যাপটি ডিলেট করতে চান তারওপর ট্যাপ করে ধরুণ এবার অপনি যদি Uninstall  অপশনটি পান তাহলে বুঝবেন ঐ অ্যাপটি আপনার ফোনের অতিরিক্ত ব্যবহৃত অ্যাপ। এখন যদি মনে করেন এই অ্যাপটির প্রয়োজন নেই তাহলে ডিলেট করে নিন। 

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন

কিন্তু আপনি যদি ট্যাপ করে ধরার পরে Uninstall অপশনটি না এসে Apps info এমন কোন অপশন আসে তাহলে বুঝবেন এটি আপনার ফোনে সাথের অ্যাপ এটি ডিলেট করার প্রয়োজন নেই বা এটি ডিলেট করা যাবে না। 


• নোট

যে কোন অ্যাপ Uninstall করার আগে অব্যশই জেনে নিবেন অ্যাপটির কাজ কি। কারণ দেখা গেছে আমাদের ফোনের বাহিরে এমন কিছু অ্যাপ ইন্সটল করা আছে যে গুলোর প্রয়োজনীয়তা হয়ত আমরা জানি না। কিন্তু অ্যাপটি ঠিকই আমাদের জন্য কাজ করে যাচ্ছে।



• ডাটা কানেকশন

বর্তমানে ডাটা কনেকশন ছাড়া তো লাক টাকার ফোনকেও অচল মনে হয়। আর ডাটা সংযোগ থাকলে ৫ হাজার টাকার দামের ফোনটি ব্যবহার করতেও অনেক মজা হয়। কিন্তু আপনি কি জানেন? আপনার ফোনের ডাটা কানেকশনের কিছু ভুল ব্যবহারের জন্য আপনার ফোনের রেমের ও রোমের ওপর কতটা চাপ পড়ে? আর যার কারণ আপনার ফোনটি দ্রুত গরম হয়ে যাচ্ছে ও হ্যাং করছে। 


• সমাধাণ

আমার সাধরণ প্রয়োজনে ও বিনাপ্রয়োজনে ফোনের ডাটা/ওয়াইফাই কানেকশন চালু করে রাখি যেটা সবচেয়ে বড় ভুল। আপনি যদি অপ্রয়োজনে ফোনের ডাটা/ওয়াইফাই কানেকশন চালু রাখেন তাহলে এটি আপনার ফোনটিকে দ্রুত গরম হতে ও হ্যাং করতে সাহায্য করবে। তাই প্রয়োজন ছাড়া বা রাতে ঘুমানোর সময় ফোনের ডাটা কনেকশন অপ করে রাখুন। কেননা আমরা যদি ডাটা কনেকশন অন করে ঘুমাই তাহলে, এটি আমাদের ফোনের অনেক গুলো অ্যাপকে সক্রিয় করে রাখে আর ঐসব অ্যাপের প্রদান খাদ্য হচ্ছে ডাটা।

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


এরা সরারাত ধরে আপনার ফোনের ডাটা/ওয়াইফাই গুলো খেতে থাকবে এবং ফোনকে সচল রাখবে। যার কারণে ধরুণ আপনার ফোনটি দ্রুত গরম হয়ে পড়ে। রাতে ফোনে ২০% চার্জ রেখে ঘুমালেন সকালে উঠে দেখবেন অবিশিষ্ট ১০% বাকি আছে। ঘুমানোর সময় ফোনে ১ এমবি দেখলেন কিন্তু ঘুম থেকে উঠে দেখবেন ১০-৩০ কেবি এমবি উদাও তাই এসব সমস্যা এড়াতে প্রয়োজন ছাড়া ডাটা/ওয়াইফাই কানেকশন অপ রাখুন।

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন

এছাড়ও হ্যকার হাত থেকে বাঁচতে ফোনের ডাটা/ওয়াইফাই কানেকশন অপ রাখুন। কেননা হ্যাকারদের সাথে আপনার ফোনের কানেকশনের প্রদান মাধ্য হচ্ছে ডাটা/ওয়াইফাই কানেকশন। তাই হ্যকারা সব সময় এমন সময় খুঁজে বেড়ায়, যে সময় আপনার ফোনের ডাটা/ওয়াইফাই কানেকশন অন থাকে, অথচ আপনি ফোনে একটিভ না।  এসময় হ্যাকারদের হ্যাকিং এর উপযুক্ত সময়। তাই আপনার ব্যাংক একাউন্ট বা গুরুত্বপূর্ণ তথ্যকে বাঁচাতে ডাটা কানেকশন/ওয়াইফাই অপ করে রাখুন। 


• স্টোরেজ রিফ্রেশ করা

মোবাইল কম্পানিদের মতে প্রতিমাসে ১ বার করে মোবাইলকে রিফ্রেশ মানি হ্যান্ড প্লাস দিলে ফোনটি ভালো থাকে। এবং ফোনে লুকিয়ে থাকা অপ্রয়োজনীয় ভাইরাস না সফটওয়্যার ক্লিন হয়ে যায়। এতে করে ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে এবং ফোনটি দ্রুত নষ্ট হওয়া, গরম হওয়া ও হ্যাং হয়ে যাওয়ার মত নানান সমস্যা থেকে রক্ষা পাবে।


• নোট

যারা ফোন এর হ্যান্ড প্লাস সম্পর্কে বুঝেন না তারা বিষয়টি নিয়ে ইউটিউবে বিস্তারিত পেয়ে যাবেন। আর যারা বিষয়টি জানেন বা নিজেই প্লাস মারতে পারেন। তারা অব্যশই ফোনে প্লাস মারার পূর্বে স্টোরেজ ব্যকআপ ও ফোনের যবতীয় ডোকমেন্ট অন্যত্রে সেভ করে নিবেন। অন্যথায় ফোনের সব তথ্য হারাতে হবে।

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


• অ্যাপ স্টোরি ডিলেট

বন্ধুরা, আমরা ভিবিন্ন প্রয়োজনে গুগল প্লে স্টোরি থেকে অনেক ধরণের অ্যাপ ইন্সটল করি। কিন্তু আপনি কি জানেন?  ঐ সকল অ্যাপ যে গুলো আপনি ইন্সটল করে ব্যবহারের পর আবার আনইন্সটল করার পরেও সেই গুলোর একটা কপি বা ডাটা আপনার ফোনের প্লে স্টোরি অ্যাপের মধ্যে সেভ হয়ে আছে। যেটি ও আপনার ফোনকে গরম গয়ে যাওয়া ও রেমের ওপর চাপ সৃষ্টি করার মত কাজ করছে। তাই অব্যশই যে কোন অ্যাপ আনইন্সটল করার পর অব্যশই প্লে স্টোরি থেকেও ঐ অ্যাপের ডাটা ডিলেট করে নিবেন।এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


• অ্যাপ আপডেট

যেভাবে আমাদের ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ রাখা ভালো না। ঠিক একইভাবে আমাদের ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপ আপডেট দেওয়া জরুরি। আমাদের ফোনে এমন কিছু অ্যাপ আছে যে গুলো আপডেট আসার সাথে সাথে আপডেট দেওয়া জরুরি। যেমন :  Andriod system app. carrier service, Google play games, Google play service ইত্যাদি। তাই সব সময় এধরেন অ্যাপ গুলো আপডেট রাখুন। 


প্রতি সপ্তাহে একবার প্লে স্টোরি চে করুন। সেখানে কোন অ্যাপ আপডেট আসলে নটিপিকেশ পেয়ে যাবেন। এছাড়া যারা বুঝতে পারেন না, কোন অ্যাপ গুলো আপডেট দেওয়া বেশি জরুরি তারা চাইলে ফোনের সব অ্যাপ কে অট আপডেট অন রাখতে পারেন। তবে বলে রাখা ভালো এতে অনেক এমবি খরচ হবে। তাই ওয়াইফাই হলে ভালো আর ওয়াইফাই না থাকলে একটু এমবি বেশি করে MB কিনে প্রতিসপ্তাহে বা মাসে প্রয়োজনীয় অ্যাপ গুলো আপডেট করে নিন।



• স্টোরেজ খালী

আমাদের ফোনে এমন কিছু অ্যাপ আমরা খনিকের জন্য ব্যবহার করি যার কোন ডোকমেন্ট আমাদের প্রয়োজন হয় না। মানি আমরা এমন কিছু অ্যাপ ব্যবহার করি যে গুলো মাঝে মধ্যে ব্যবহার করি কোন নিউজ জানতে যেমন গুগল কোন গেমস খেলার অ্যাপ ইত্যাদি।


কিন্তু আমরা হয়ত জানিনা যে এসব অ্যাপ বারবার ব্যবহারের ফলে এগুতে কিছু তথ্য এড হয় এবং অ্যাপ গুলোর স্টোরেজ বা এমবি অটমেটিক অনেক গুন বেড়ে যায়। যেটি একটি বড় ধরণের সমস্যা। বিষয়টি বুঝতে চিত্রের দিকে লক্ষ করুন। এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


আমার ফোনে থাকা আল হাদিস অ্যাপটির আর্জিনাল ডাটা প্যাক হল 65.46 MB কিন্তু অ্যাপটি আমি মাঝে মধ্যে ব্যবহার করায় এটির ডাটা সাইজ বেড়ে এখন হয়ে গেছে 280 MB যা আর্জিনাল সাইজের চেয়ে কয়েক গুণ বড়। অথচ অ্যাপটাতে আমার তেমন কোন তথ্য জমা নেই আমি সুধু মাঝে মধ্যে হাদিস পড়তে ঢুকি আবার বের হয়ে যাই। কিন্তু এর মধ্যে এটির সাইজ কত বড় হল। আর এমন ভাবে অ্যাপের ডাটা বৃদ্ধির কারণে খুব অল্প সময়ে আমাদের ফোনের স্টোরেজ পুরিয়ে যায়। এবং ফোন হ্যাং গরম হয়ে যায়। 



সুধু যে এই অ্যাপটি এমন তা না আমাদের ফোনে থাকা প্রায় সব অ্যাপই এরকম বৃদ্ধি পায়। তাই কিছু দিন পরপর অপ্রয়োজনীয় অ্যাপ গুলোর স্টোরেজ গুলো ডিলেট করলে আমাদের ফোন গুলো ভালো থাকবে।

এন্ড্রয়েড ফোনের সমস্যা। এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া। ফোন হ্যাং করা। ফোন স্লো হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া। মোবাইল ভালো রাখার উপায়। মোবাইল এর সঠিক ব্যবহার। মোবাইল এর যত্ন


• কিভাবে করবেন?

প্রথমে ফোনের সেটিং অপশনে চলে যান। তারপর সেখান থেকে Aps and notification অপশনে চলে আসুন। এবার All aps এ ক্লিক করুন। এখন যে অ্যাপটির ডাটা ডিলেট করতে চান ওটাতে ক্লিক করুন। তারপর Storage and cache অপশনে ক্লিক করুন এরপর Clear storage অপশনে ক্লিক করলে আপনার অ্যাপের সকল ডাটা ডিলেট হয়ে যাবে।


• নোট 

এরকম করে যদি কোন অ্যাপের ডাটা ডিলেট করেন এটি আপনার ফোনের জন্য ভালো। কিন্তু সমস্যা হল আপনি যদি এমন কোন অ্যাপ ব্যবহার করেন, ধরুণ যেখানে আপনার একটা একাউন্ট আছে, সেটা গেমস পাবজি, প্রিফায়ার বা ফেইসবুক বা কোন সাধারণ অ্যাপ।  হতে পারে এমন সকল অ্যাপস এর ডাটা ডিলেট করেন তাহলে অ্যাপটি মধ্যে থাকা আপনার একাউন্টিও একই সাথে ডিলেট হয়ে যাবে। তাই অব্যশই যে কোন অ্যাপের ডাটা ডিলেট করার আগে দেখে নিবেন কোন অ্যাপসের ডাটা ডিলেট করছেন। সহজ কথায় বলতে গেলে এরকম ডাটা ডিলেট করলে আপনার অ্যাপটি সম্পূর্ণ নতুন হয়ে যাবে। যে রুপ আপনি প্লে স্টোরি থেকে ইন্সটল করে নিয়েছেন।



• বন্ধুরা এ ছিল আপনাদের  জন্য আমাদের আজকের পরামর্শ ও টিপস। কেমন লাগল টিপসটি এবং আপনি কি এই  টিপসটির দ্বীতৃয় খন্ড পেতে চান কিনা সেটি অব্যশই কমেন্ট করে যানাবেন। আর হ্যে অব্যশই খেয়াল করে হাতের ডান পাশে থাকা বেল ঘন্টাটিতে একটি ক্লিক করে যাবেন। এতে আমি কোন পোস্ট করলে আপনার গুগলে শো করবে ধন্যবাদ।


টপিক ট্যাগ

✖️এন্ড্রয়েড ফোনের সমস্যা

✖️এন্ড্রয়েড ফোন গরম হয়ে যাওয়া

✖️ফোন হ্যাং করা

✖️ফোন স্লো হয়ে যাওয়া

✖️ফোনের ব্যাটারি ঘরম হয়ে যাওয়া

✖️মোবাইল ভালো রাখার উপায়

✖️মোবাইল এর সঠিক ব্যবহার 

✖️মোবাইল এর যত্ন


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies