ব্লগ কনটাক্ট পেইজ তৈরি
একটা ব্লগ সাইট বা যে কোন কম্পানির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কনটাক্ট পেইজ। কারণ তার ভিউয়ারা / কাস্টমারা তাদের ভিবিন্ন প্রয়োজন তাকে সেই কনটাক্ট পেইজের মাধ্য ভিবিন্ন তথ্য আদান-প্রদান করে থাকবে।
তাই গুগলের নিকট ও কনটাক্ট পেইজ জরুরি। যে কারণে গুগল অ্যাডসেন্স দেওয়ার আগে অব্যশই চেক করে নেয় আপনার কনটাক্ট পেইজ আছে কিনা।
শর্তকতাঃ
আপনি হয়ত নতুন ভাবে ব্লগিং শুর করছেন। তাই নিজে নিজে একটা কনটাক্ট পেইজ তৈরি করা কঠিন মনে করছেন। যে কারণে ইউটিউব ভিডিও দেখে দেখে আপনার ব্লগ সাইটের যাবতীয় কাজ কর্ম সম্পাদন করে থাকেন। কিন্তু আপনি কি জানেন? এমন অনেক অসৎ ব্যক্তি এ এই সংসার ভরপুর। তাই আপনি যদি তাদের কথা মত তাদের কোন তথ্য বা কোড আপনার সাইটে ব্যবহার করেন তারা সেই সুযোগে আপনার সকল ডাটা হ্যাক করে নিবে।
অথবা সেই আপনাকে দেওয়ার কোডের মধ্যে তার ভিবিন্ন অ্যাডস এর কোড বসিয়ে দেয়। এতে সে প্রচুর ইনকাম করছে। অথচ আপনি তার এই কোডটি ব্যবহারে গুগল অ্যাডসেন্স এর পলিসি ব্রেক করছেন। যার কারণে গুগল আপনাকে অ্যাডসেন্স দিবে না। বলবে পলিসি বাইলোশন প্রবলেম। এখন আপনি যদি কোডিং সম্পর্কে না জানেন। তাহলে কখন তাদের কোডটি বের করতে পারবেন না। এতে অনেক বড় একটা ঝামেলাই ফেঁশে যাবেন। তাই এমন সব কোড ইউজ করার পূর্বে অব্যশই শর্তকতা অবলম্ব করুন।
কোডির সুবিধা
আজ আমরা আপনাকে একটি গুগল অ্যাডসেন্স এসিও ফ্রেন্ড্রলি কনটাক্ট পেইজ কোড দিব। যেটি আপনি নির্ভয়ে আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে কি করে বুঝব আপনার কোডটি নিরাপদ তাহলে বলব সঠিক প্রশ্ন করেছেন। এটি হচ্ছে আমাদের সেকেন্ড সাইট, আপনি চাইলে যে কোন ব্রাউজারে গিয়ে tipsmevai. com লিখে আমাদের প্রথম সাইটি দেখে আসতে পারেন। সেখানে আমরা সেমন কনটাক্ট পেইজ ব্যবহার করে গুগল অ্যাডসেন্সের সাথে কাজ করে যাচ্ছি।
আরও পড়ুনঃ কিভাবে বুঝবেন ফোনের পুরনো এমবি আফারটি আছে কিনা?
আপনি এই কনটাক্ট পেইজটি ব্যবহার করলে যে কেউ আপনাকে এখানে কোন মেসিস করলে সেটা সরাসরি আপনার জিমেইল এ পৌঁছে যাবে। যেটা অন্য কনটাক্ট পেইজ ব্যবহারে হচ্ছে না। আমি একজন দরিদ্র ফ্যামিলির ক্ষুদ্র ব্লগার হওয়াই কখনও চাইব না। আমার কারণে অপর ভাইরে কোন ক্ষতি সাধন হোক। এখন চাইল এটা ব্যবহার করতে পারে। আর না চাইলে না। এটা পুরটাই আপনার মর্জি।
কোড ব্যবহারের নিয়ম।
প্রথম কোডটি আপনি আপনার থিমের হেডার এর পরে বসিয়ে ওকে করে দিন। আর দ্বীতৃয় কোডটি দিয়ে আপনি চাইলে একটা পেইজ তৈরি করে ব্যবহার করতে পারেন। অথবা সরাসরি যেখানে সেটাপ করতে চান সেখানে বসাতে পারেন।
কোডঃ০১
<link href="//netdna.bootstrapcdn.com/font-awesome/4.0.3/css/font-awesome.css" rel="stylesheet"/>
কোডঃ০২
<div style="background-color: #444; color: #fff; padding: 10px;">
<form name="contact-form"><span><i class="fa fa-pencil-square-o"></i> Name </span><br /> <input id="ContactForm1_contact-form-name" name="name" size="30" type="text" value="" /> <br /> <br /> <span><i class="fa fa-envelope-o"></i> Email Address <span style="color: #f56954; font-size: x-small; font-weight: bold;">important</span></span> <br /> <input id="ContactForm1_contact-form-email" name="email" size="30" type="text" value="" /> <br /> <br /> <span><i class="fa fa-keyboard-o"></i> Message <span style="color: #f56954; font-size: x-small; font-weight: bold;">important</span></span><br /> <textarea cols="25" id="ContactForm1_contact-form-email-message" name="email-message" rows="5"></textarea> <br /> <input id="ContactForm1_contact-form-submit" type="button" value="Send" /> <br /> <div style="max-width: 222px; text-align: center; width: 100%;"><div id="ContactForm1_contact-form-error-message"></div><div id="ContactForm1_contact-form-success-message"></div></div></form><br /><style scoped="" type="text/css"> #comments,.post_meta,#blog-pager {display:none;} #ContactForm1_contact-form-name, #ContactForm1_contact-form-email{ height:auto;margin:5px auto;padding:10px;background:#fafafa;color:#444;border:1px solid #ccc;border-radius:3px;box-sizing:border-box;-webkit-box-sizing:border-box;-moz-box-sizing:border-box;transition:all 0.5s ease-out;} #ContactForm1_contact-form-email-message{width:95%;height:175px;margin:5px 0;padding:10px;background:#fafafa;color:#444;font-family:'Open Sans',sans-serif;border:1px solid #ccc;border-radius:3px;transition:all 0.5s ease-out;} #ContactForm1_contact-form-name:focus, #ContactForm1_contact-form-email:focus, #ContactForm1_contact-form-email-message:focus{outline:none;background:#fff;color:#444;border-color:rgba(81,203,238,1);box-shadow:0 0 5px rgba(81,203,238,0.7);} #ContactForm1_contact-form-submit{font-family:'Open Sans';float:left;background:#cf4d35;color:#fff;margin:10px auto;vertical-align:middle;cursor:pointer;padding:10px 18px!important;font-weight:700;font-size:14px;text-align:center;text-transform:uppercase;letter-spacing:.5px;border-radius:4px;border:0;transition:all .8s ease} #ContactForm1_contact-form-submit:hover {background:#e45a40;color:#fff;} #ContactForm1_contact-form-error-message, #ContactForm1_contact-form-success-message{width:100%;margin-top:35px;} .contact-form-error-message-with-border {background:#f6f6f6;border:none;box-shadow:none;color:#444;padding:5px 0;} .contact-form-success-message {background:#4fc3f7;border:none;box-shadow:none;color:#fff;} img.contact-form-cross {line-height:40px;margin-left:5px;} @media only screen and (max-width:640px){ #ContactForm1_contact-form-name, #ContactForm1_contact-form-email,#ContactForm1_contact-form-submit{width:100%;}} </style>
</div>
ধন্যবাদ।
টপিক ট্যাগ
#ব্লগ-কনটাক্ট-পেইজ-তৈরি
#ব্লগ-কনটাক্ট-পেইজ-কোড
#ব্লগ-কনটাক্ট-পেইজ-html