Type Here to Get Search Results !

ফোনে আসা বিরক্তকর কল গুলো বন্ধ ও চালু করুন(২০২১-২২)


সিম সেটিং কোড

যে কোন সিমের ইনকামিং ও আউটগোয়িং কল বন্ধ করুন। ফোনে আসা বিরক্তকর কল গুলো বন্ধ করুন। রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক সকল ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল বন্ধ করুন।

আপনার ফোনে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিংবা কেউ অযথা বারবার ফোন করে আপনাকে বিরক্ত করছে। অথবা আপনার স্বামী বা স্ত্রী অন্য কাউকে ফোন করছে বা অন্য কেউ আপনাদের সম্পর্কে পাটল ধরাচ্ছে, যদি এমন হয় তাহলে দু মিনিটের মধ্যে থাকে নেটওয়ার্কের বাহিরে ছুড়ে ফেলুন। আজ আমি আপনাকে এমন কয়েকটি কোড শিখিয়ে দিব যে গুলো চালু করলে কেউ আপনাকে ফোন করে বিরক্ত করতে পারবে না। সে যদিও ফোন করে তাহলে বলবে আপনার ফোনটি বন্ধ আছে। কিন্তু মোটেও আপনার ফোনটি কিন্তু বন্ধ নেই! 

তো আমি যেই কোড গুলো শিখাব সেটা আপনি ছাড়া আর কেউই বলতে পারবে না। এমনকি মোবাইল সার্ভিসং দোকানের কর্মীরাও বলতে পারবে না সমস্যাটা আসলে কোথাই সিমে? নাকি আপনার ফোনে তো অব্যশই বুঝতে পারছেন আজকের পোষ্টি কতটা গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 

আমি আপনাকে শিখাব কি করে আপনার ফোনে এই সব কোড চালু ও বন্ধ করতে পারেন। তো চলুন শুরু করি।


• ইনকামিং কল কি?

সজহ কথায় ইনকামিং কল হচ্ছে অন্যের মোবাইল থেকে আপনার মোবাইলে আসা কল গুলো।


• আউটগোয়িং কল কি?

আউটগোয়িং কল হচ্ছে আপনার ফোন থেকে অন্যের ফোনে কল করা।


• রবি 

রবি সিমে ইনকামিং কল চালু করতে। প্রথেম আপনার মোবাইলের ডায়াল অপশনে যান তারপর সেখানে ডায়াল করুন *21*018# তারপরে কল আইকনে টিপে ওকে করে দিন। এটা চালু করলে কেউ আপনার এই সিমে কল করলে তাকে আপনার ফোনটি বন্ধ আছে বলে জানাবে। এখন যদি সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে আবার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন ##21# তারপর ওকে করে দিন। তাহলে আপনার ফোনের সার্ভিসটি বন্ধ হয়ে যাবে এবং পুনরায় আপনি আগের মত কল আদান-প্রদান করতে পারবেন।


আপনার সিমটি যদি রবি না হয়ে গ্রামীণ, এয়ারটেল বা বাংলালিংক হয় সে ক্ষেত্রে, আপনি সার্ভিস গুলো চালু করতে ও বন্ধ করতে, পূর্বে মত করে আপনার মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে নিন্মে দেখানো কোড গুলো দিয়ে ওকে করে দিবেন। এবং বন্ধ করতে একই ভাবে মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে বন্ধ করার কোড গুলো ডায়াল করলেই সার্ভিস গুলো বন্ধ হয়ে যাবে।


• রবি 

ইনকামিং কল চালু ও বন্ধ করতে।

*21*018#চালু

##21#বন্ধ


• রবি আউটগোয়িং কল চালু ও বন্ধ করতে

*31#চালু 

#31#অফ


• এয়ারটেল সিমের

 ইনকামিং কল চালু ও বন্ধ করতে

*21*016#চালু

##21#বন্ধ


• এয়ারটেল সিমের আউটগোয়িং কল চালু ও বন্ধ করতে।

*33*1111#চালু

#33*1111#বন্ধ


• গ্রামীণফোন 

এর ইনকামিং কল চালু ও বন্ধ করতে।

*21*017#চালু

##21#বন্ধ


• গ্রামীণ সিমের আউটগোয়িং কল চালু ও বন্ধ করতে।

*35*0000#চালু

#35*0000#বন্ধ


আরও পড়ুন ঃ দ্রুত ফোনের চার্জ চলে যাওয়া বা কমে যাওয়া 


• বাংলালিংক

 ফোনের ইনকামিং কল চালু ও বন্ধ করতে

*21*019#চালু

##21#বন্ধ


• বাংলালিংক সিমে আউটগোয়িং কল চালু ও বন্ধ করতে।

*33*1111#চালু

#33*1111#বন্ধ


• বিশেষদ্রষ্ট্রবঃ- 

সকল সিমের ইনকামি কল চালু করতে *21* কম রেখে শেষে সিমের কোড নাম্বরটি বসিয়ে # করলেই ইনকামিং কল চালু হয়ে যাবে। এবং সকল সিমে সার্ভিসটি বন্ধ করার নিয়ম একই। 


টপিক ট্যাগ

#বিরক্তকর-কল-ব্লক-করার-উপায়

#ইনকামিং-কল-বন্ধ-করুন।

#ইনকামি-কল-চালু-করুন

#আউটগোয়িং-কল-বন্ধ-করুন

#আউটগোয়ি-কল-বন্ধ-করুন

#অপরিচিত-কল-বন্ধ-করুন

#নাম্বার-ব্লক-করুন

#নাম্বর-ব্লক-চালু-করুন

#কেন-ফোন-বন্ধ-বলে

#কেন-ফোনে-সংযোগ-দেয়-না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies